29 November 2018

সৌদি যুবরাজের বিরুদ্ধে মামলাঃ তুরস্ক-ইয়েমেনের সহায়তা চাইলেন আর্জেন্টিনার বিচারক


আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে করা অভিযোগ তদন্তে তুরস্ক ও ইয়েমেনের সহায়তা চাইলেন আর্জেন্টিনার একজন বিচারকইয়েমেন যুদ্ধে যুদ্ধাপরাধ করেছেন সৌদি যুবরাজ- আর্জেন্টিনার একটি আদালতে এমন অভিযোগ আনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই আদালতের বিচারক এ বিষয়ে তথ্যের জন্য তুরস্ক এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাহায্য নিতে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন

সোমবার এইচআরডব্লিউ সৌদি যুবরাজের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গ্রহণের জন্য ওই বিচারকের কাছে আবেদন করেঅভিযোগে বলা হয়, সৌদি যুবরাজ ইয়েমেন যুদ্ধে ও সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধ করেছেন

আর্জেন্টিনার ফেডারেল জাজ আরিয়েল লিজুর অফিস বুধবার জানায়, খাশোগি হত্যাকাণ্ড ও ইয়েমেনে যুদ্ধাপরাধ সংক্রান্ত একটি প্রকাশ্য মামলার জন্য তথ্য চাওয়া হয়েছে

বিচারক লিজুর সাথে কাজ করা ফেডারেল প্রসিকিউটরের অফিসের একজন প্রতিনিধি রয়টার্সকে জানিয়েছেন, এখন পর্যন্ত এইচআরডব্লিউর আবেদন পর্যালোচনা করা হচ্ছে, বিষয়টি তদন্ত করা হবে কি-না সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি


শেয়ার করুন

0 facebook: