30 November 2018

জনরোষে হুজুরকে রেখে পালাল হেলিকপ্টার!


স্বদেশবার্তা ডেস্কঃ বাংলাদেশের পাবনার চাটমোহরে জলসা করতে এসে চুক্তি অনুযায়ী ওয়াজ না করায় আয়োজক ও মুসল্লিদের জনরোষের শিকার হয়েছেন প্রধান বক্তা মাওলানা মো. হাফিজুর রহমান সিদ্দিকপরিস্থিতি বেগতিক দেখে একপর্যায়ে তাকে ছাড়াই হেলিকপ্টারটি চলে যায়

বৃহস্পতিবার বিকালে পাবনা পৌর শহরের বালুচর মাঠে এ ঘটনা ঘটে

জলসা কমিটি জানান, ‘জলসার প্রধান বক্তা মাওলানা মো. হাফিজুর রহমান সিদ্দিককে প্রায় এক বছর আগে ৫০ হাজার টাকা বায়না দেয়া হয়চুক্তি ছিল জলসার দিন বাদ জোহর থেকে বাদ আসর পর্যন্ত ওয়াজ করবেন তিনিসেই সঙ্গে হেলিকপ্টারে আসার জন্য ভাড়া বাবদ ১ লাখ ৪০ হাজার টাকা দিতে হবে

চুক্তি অনুযায়ী, জলসা কমিটি হেলিকপ্টারের ভাড়া পরিশোধ করেনবৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা থেকে একটি হেলিকপ্টারে চড়ে পৌর শহরের বালুচর মাঠে নামেন প্রধান বক্তা হাফিজুর রহমান সিদ্দিক

এরপর আড়াইটার সময় জলসাস্থলে গিয়ে ওয়াজ শুরু করেনপ্রায় ৪০ মিনিট ওয়াজ করে মোনাজাত শেষে তড়িঘড়ি করে বালুচর মাঠে এসে হেলিকপ্টারে চড়ার সময় জলসা কমিটি ও মুসল্লিরা বাধা দিলে সেখানে উত্তেজনা শুরু হয়এরপর পুলিশ গিয়ে হাফিজুর রহমান সিদ্দিককে উদ্ধার করে এবং সন্ধ্যায় রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে তাকে তুলে দেয়

চাটমোহর থানার ওসি সেখ মো. নাসীর উদ্দিন বলেন, ‘ভুলবোঝাবুঝি থেকে জনরোষের সৃষ্টি হয়েছিলপরে হাফিজুর রহমান সিদ্দিককে উদ্ধার করে চাটমোহর রেলস্টেশন থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে টিকিট কেটে তুলে দেয়া হয়েছে

জলসা কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম বলেন,‘আমরা প্রতি বছর চার গ্রামের মানুষ মিলে বড় জলসার আয়োজন করে থাকিচুক্তি অনুযায়ী, তিনি (হাফিজুর রহমান সিদ্দিক) ওয়াজ না করে দ্রুতসময়ে চলে যাওয়ার সময় স্থানীয় মুসল্লিরা বাধা দেয় এবং ক্ষিপ্ত হয়তিনি (প্রধান বক্তা) আমাদের সঙ্গে প্রতারণা করেছেনকোনো বছরই কোনো বক্তা এমন করেনিতিনি আমাদের অনেক ক্ষতি করেছেন


শেয়ার করুন

0 facebook: