07 December 2018

ইসিতে দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি চলছে


স্বদেশবার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া মনোনয়ন প্রত্যাশীদের করা আপিলের পক্ষে-বিপক্ষে শুনানি দ্বিতীয় দিনের মতো চলছেশুক্রবার সকাল ১০টায় দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে

এর আগে গতকাল বৃহস্পতিবার প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়এদিন তালিকার ১ থেকে ১৬০ পর্যন্ত শুনানি হয়

গতকালের মতো আজও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদার নেতৃত্বে ইসির অস্থায়ী এজলাসে শুনানি অনুষ্ঠিত হচ্ছেশুনানিতে অন্যান্য কমিশনার, ইসির সচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটরা উপস্থিত আছেন

পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ শুক্রবার আপিল তালিকার ১৬১ থেকে ৩১০ পর্যন্ত শুনানি হবেএ ছাড়া আগামীকাল শনিবার শেষ দিন ৩১১ থেকে ৫৪৩ পর্যন্ত শুনানি হওয়ার কথা রয়েছে

এর আগে গতকাল বৃহস্পতিবার ১ থেকে ১৬০ পর্যন্ত আপিলের শুনানি হয়এতে ৮০ জন তাদের প্রার্থিতা ফেরত পানএর মধ্যে বিএনপির ৩৮ এবং আওয়ামী লীগের একজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিলগত ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের পর নানা কারণে ৭৮৬টি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা

এদের মধ্যে ৫৪৩ জন তাদের প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন

উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবেআর ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে


শেয়ার করুন

0 facebook: