09 December 2018

জম্মু-কাশ্মিরে পুলিশের গুলিতে নিহত ৩


আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে অন্তত তিন স্বাধীনতাকামীশনিবার সন্ধ্যায় হওয়া এ সংঘর্ষে আহত হয়েছেন এক সেনা সদস্যখবর এনডিটিভি

কর্তৃপক্ষের বরাতে প্রতিবেদনে বলা হয়, চলতি বছর দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে অন্তত ২৩২ বিচ্ছিন্নতাবাদীযার মধ্যে গত ২৫ জুন থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ৮০ দিনে নিহত হয়েছে আরও ৫১ জন সন্ত্রাসীআর ১৫ সেপ্টেম্বর থেকে ৫ ডিসেম্বরের মধ্যে প্রাণ হারায় কমপক্ষে ৮৫ জন

ভারতীয় কর্মকর্তাদের দাবি, বর্তমানে কাশ্মির উপত্যকায় সক্রিয় বিচ্ছিন্নতাবাদীর সংখ্যা ২৪০যাদের মধ্যে বহিরাগতের সংখ্যাও কম নয়

উল্লেখ্য, চলতি বছরের ২৫ জুন থেকে ৫ ডিসেম্বরের মধ্যে কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীর গুলিতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রাণ হারিয়েছেন অন্তত দশজনএতে আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৮৬ জন


শেয়ার করুন

0 facebook: