13 December 2018

২৪ ডিসেম্বর সশস্ত্র বাহিনী মোতায়েন


স্বদেশবার্তা ডেস্কঃ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার জন্য ২৪ ডিসেম্বর মাঠপর্যায়ে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবেআগামী ১ জানুয়ারি পর্যন্ত তারা মাঠে অবস্থান করবে নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচবন কমিশন (ইসি)

আগারগাঁওস্থ নির্বাচন ভবনের অডিটরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা যায়

সূত্র জানায়, সেনা ও নৌ বাহিনীর সদস্যরা আগামী ২৪ ডিসেম্বর মাঠে নামবেনভোটের পরে আগামী ১ জানুয়ারি পর্যন্ত তারা নির্বাচনী এলাকায় থাকবেনবিজিবি, কোস্টগার্ড, র‌্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়ান সদস্যরা স্ট্রাইকিং ও মোবাইল টিম হিসেবে আগামী ২৬ ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি মাঠে থাকবে

আগামী ২৯ ডিসেম্বর ৩০০ সংসদীয় আসনে সবমিলিয়ে ৬৪০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে নামবেনতারা ভোটের পরও দুইদিনসহ সবমিলিয়ে চারদিন মাঠে থাকবে ইসির পরিকল্পনা অনুযায়ী মেট্রোপলিটন এলাকায় অবস্থিত ভোটকেন্দ্রের পাহারায় থাকবেন ১৬ জন সদস্যএর মধ্যে অস্ত্রসহ পুলিশ সদস্য তিনজন, অঙ্গীভূত আনসার ১২ জন ও একজন গ্রাম পুলিশ

এসব এলাকার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রেগুলোতে পুলিশের সদস্য সংখ্যা দুইজন বাড়িয়ে ১৮ জন রাখা হবে অপরদিকে মেট্রোপলিটন এলাকার বাইরে অবস্থিত ভোটকেন্দ্রগুলোতে একজন পুলিশ সদস্যসহ ১৪ জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দুইজন পুলিশ সদস্যসহ ১৫ জন সদস্য রাখা হবে

পার্বত্য এলাকা, দুর্গম ও দ্বীপাঞ্চল এলাকার ভোটকেন্দ্রগুলোতে দুইজন অস্ত্রধারী পুলিশ সদস্যসহ ১৫ জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশ সদস্য একজন বাড়িয়ে ১৬ জন মোতায়েন করা হবে


শেয়ার করুন

0 facebook: