15 December 2018

সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন নাঃ ইসি সচিব

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, আসন্ন একাদশ সংসদ নির্বাচনে সাংবাদিকরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারবেনতবে তা কেন্দ্রের ভিতরে ব্যবহার করতে পারবেন নাশুক্রবার বিকালে নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন

ইসি সচিব বলেন, সাংবাদিকদের জন্য কোনো নীতিমালা ইসির নেইগত বৃহস্পতিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে সভা থেকে সাংবাদিকদের জন্যও একটা নীতিমালা করার প্রস্তাব করা হয়েছেতবে কমিশনাররা বলেছেন, সাংবাদিকরা ভোটকেন্দ্রে যেতে পারবেনছবি তুলতে পারবেনএমনকি ভোটারদের মতামতও নিতে পারবেনএসব ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেইতবে সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে কিছুটা বাধ্যবাধকতা রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছেআমরা এ ব্যাপারে পরে বিস্তারিত জানাব

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে যে, ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসারদের কাছে ফোন থাকবে এবং পুলিশ ইনচার্জ ফোন ব্যবহার করতে পারবেনঅন্যদের কাছে ফোন থাকতে পারে, তবে তারা ভোট কক্ষে তা ব্যবহার করতে পারবেন নাসাংবাদিকরা মোবাইল ফোন নিয়ে যেতে পারবেনতবে তা কেন্দ্রের ভিতরে ব্যবহার না করে বাইরে ব্যবহার করতে পারবেনভিতরে ব্যবহার করলে বিশৃঙ্খলা হতে পারেযারা ভোট দিতে কেন্দ্রে আসবেন তারাও মোবাইল ফোন ব্যবহার করতে উৎসাহী হতে পারেনএ ব্যাপারে একটা বিধি-নিষেধ থাকা প্রয়োজন


শেয়ার করুন

0 facebook: