15 December 2018

ভারতের নিধানসভায় গরুকে ‘জাতির জননী’! করার প্রস্তাব পাস


আন্তর্জাতিক ডেস্কঃ হিমাচল প্রদেশ বিধানসভা গরুকে রাষ্ট্রমাতা (জাতির জননী)করার প্রস্তাব পাশ করেছেগত সেপ্টেম্বরে এই দাবিতে প্রথম সোচার হয়েছিল বিজেপি শাসিত উত্তরাখণ্ড

তাৎপর্যপূর্ণভাবে বিজেপির সমর্থন নিয়ে এই প্রস্তাব বিধানসভাকক্ষে পেশ করেন এক কংগ্রেস বিধায়কএই প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠাবে হিমাচলপ্রদেশ বিধানসভাকংগ্রেস বিধায়ক অনিরুদ্ধ সিং-এর কথায়, ‘কোনও ধর্ম-বর্ণ-জাতির গণ্ডীর মধ্যে গরু পড়ে নামানবজাতির প্রতি তার একটা বিশাল অবদান রয়েছেউত্তরাখণ্ড ইতোমধ্যেই এই পদক্ষেপ করেছেগরু যখন দুধ দেয় না, তখন তার কোনও জায়গা হয় নাতাই এই পদক্ষেপ অবিলম্বে করা দরকারগরুর উপর অত্যাচার ও গণপিটুনি রুখতে রাজ্যে নয়া আইন আনা প্রয়োজন বলেও তদ্বির করেন কংগ্রেস বিধায়ক

রাজ্যের পশুখাদ্য মন্ত্রী বীরেন্দ্র কানওয়ার জানিয়েছেন, জয়রাম ঠাকুরের সরকার ১.৫২ কোটি টাকা ব্যয় করে গরু সংরক্ষণ কেন্দ্র তৈরি করছেসোলান ও কাংরায় হছে এই সংরক্ষণ কেন্দ্রশুধুমাত্র গরু সংরক্ষণের জন্য রাজ্যে পৃথক গরু মন্ত্রণালয়েরও দাবি করেছেন বিধায়করা। 

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া


শেয়ার করুন

0 facebook: