17 December 2018

স্ত্রী কে তিন তালাক দিলে তিন বছরের জেল

প্রতিকি ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ তিন তালাক নিয়ে নতুন বিল পেশ হয়েছে ভারতের লোকসভাএই বিলে তিন তালাককে বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছেনতুন আইন অনুযায়ী তিন তালাক দিলে তিন বছরের কারাদণ্ড হবেএর আগে তিন তালাক বাতিল করে জারি করা হয়েছিলোখবর জিনিউজের

এর আগে আরও একবার লোকসভায় পাশ হয়েছিল তিন তালাক বিলকিন্তু আটকে যায় উচ্চকক্ষ রাজ্যসভায়বিলের একাধিক জায়গায় আপত্তি ছিল বেশ কয়েকটি রাজনৈতিক দলেরতিন তালাক দিলে তিন বছরের কারাদণ্ডের যে বিধান রাখা হয়েছিল, সেটা নিয়ে আপত্তি তোলেন অনেকেতাদের যুক্তি ছিল, স্বামীর কারাদণ্ড হলে সাবেক স্ত্রীকে ভরণপোষণ কীভাবে দেওয়া হবেএকই সঙ্গে জামিনের সংস্থান রাখারও দাবি জানায় একাধিক দল

এই বিষয়গুলিকে সামনে রেখেই শেষপর্যন্ত গত সেপ্টেম্বরে অধ্যাদেশ আনে কেন্দ্র সরকারআগে লোকসভায় পাশ হওয়া বিলের সংশোধনীগুলিকে নিয়ে তৈরি করা হয় অধ্যাদেশএবার সেই অধ্যাদেশের ভিত্তিতেই আনা হল নতুন বিলএই বিলে তিন তালাককে বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছেনতুন আইন অনুযায়ী তিন তালাক দিলে তিন বছরের কারাদণ্ড হবে

ভারতের কেন্দ্র সরকারের যুক্তি হলো, সুপ্রিম কোর্টের নির্দেশনার পরও দেদারসে তালাক দেয়া হচ্ছেএমনকি হোয়াটস অ্যাপেও তালাক দেওয়া হচ্ছেকংগ্রেস এ বিলের প্রতিক্রিয়া বলেছে, নতুন বিল সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপের সামিলনতুন বিলটি ৪২ দিনের মধ্যে সংসদে পাশ করাতে হবে


শেয়ার করুন

0 facebook: