17 December 2018

জেরুজালেম ইস্যুতে অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত ঠিকঃ বাহরাইন


আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আল-খলিফা বলেছেন, তার দেশ পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে অস্ট্রেলিয়ার আনুষ্ঠানিক স্বীকৃতির সমর্থন করেঅস্ট্রেলিয়ার ওই সিদ্ধান্ত পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী করার ক্ষেত্রে কোনও সমস্যার কারণ হবে না বলেও জানিয়েছেন তিনিখবর রয়টার্সের

মধ্যপ্রাচ্যে তাদের কয়েক দশকের নীতি পরিবর্তন করে অস্ট্রেলিয়ার সরকার শনিবার পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়তবে এখনই তাদের দূতাবাস পশ্চিম জেরুজালেমে সরিয়ে নেয়া হবে না জানায় দেশটি

চলতি বছরের মে মাসে জেরুজালেমে দূতাবাস খোলে যুক্তরাষ্ট্রঅস্ট্রেলিয়ার ওই সিদ্ধান্তের সমালোচনা করে আরব লীগ এক বিবৃতি জারি করেছেতারা ওই বিবৃতিতে অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে ইসরায়েলি দখলদারিত্বের অবস্থান এবং নীতির প্রতি সুস্পষ্ট পক্ষপাতবলে উল্লেখ করেছে

কিন্তু বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আরব লীগের এই বিবৃতিকে শুধু বাগাড়ম্বর এবং দায়িত্বজ্ঞানহীনবলে বর্ণনা করেছেন

শনিবার এক টুইট বার্তায় তিনি লিখেন, অস্ট্রেলিয়ার অবস্থান ফিলিস্তিনিদের বৈধ দাবির ওপর কোনও প্রভাব ফেলবে না, যেগুলোর প্রথমটি হচ্ছে পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী, এবং এটা আরব শান্তি প্রক্রিয়া বিরোধীও নয়

শেখ খালিদ এর আগে বলেছিলেন, শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইরানের বিরুদ্ধে নিজেকে রক্ষার অধিকার রয়েছে ইসরায়েলেরতখন তিনি তার দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য ইরানকে দায়ী করেনযদিও ইরান এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে


শেয়ার করুন

0 facebook: