![]() |
জেলা প্রতিনিধিঃ আসন্ন একাদশ সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ (উলিপুর উপজেলা) আসনে মনোনয়ন ফরম ক্রয় না করে এবং প্রতীক বরাদ্দ না পেলেও নিজেকে সংসদ সদস্য পদপ্রার্থী পরিচয় দিয়ে হেলিকপ্টার প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালানোর সময় দুদু জোদ্দার নামে এক ভুয়া প্রার্থীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে উলিপুর বাজার এলাকা থেকে তাকে আটক করে উলিপুর থানা পুলিশ। এসময় প্রচার কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ইজিবাইক ও মাইকসহ ইজিবাইকের চালককেও আটক করে পুলিশ।
আটক দুদু জোদ্দার উলিপুর পৌরসভা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের জোনাইডাঙ্গা গ্রামের ধনীয়া জোদ্দারের ছেলে বলে জানায় পুলিশ। পুলিশ জানায়, দুদু জোদ্দার নিজেকে স্বতন্ত্র প্রার্থী পরিচয় দিয়ে হেলিকপ্টার প্রতীকে ভোট চেয়ে মাইকিং করছিলেন। তিনি প্রতীক সম্বলিত পোস্টারও ছাপিয়ে প্রচার করছিলেন। কিন্তু কুড়িগ্রাম- ৩ আসনে কোনও স্বতন্ত্র প্রার্থী না থাকায় স্থানীয় লোকজন বিষয়টি নিয়ে পুলিশে খবর দিলে পুলিশ দুদু জোদ্দারকে আটক করে থানায় নিয়ে যায়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, দুদু জোদ্দার একজন ভুয়া প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন। পুলিশ খবর পাওয়া মাত্র তাকে আটক করেছে। তিনি চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি বলেও জানান ওসি।
0 facebook: