![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের মাত্র আট দিন আগে কক্সবাজারের পেকুয়ায় বিএনপি’র দুই শতাধিক নেতাকর্মী যোগ দিয়েছেন আওয়ামী লীগে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার উজানটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে জোটপ্রার্থী জাফর আলমের হাতে ফুল দিয়ে এসব নেতা-কর্মীরা যোগ দেন।
এ সময় উপজেলার মগনামা লঞ্চঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি বিএনপি নেতা কামাল হোছাইন, উজানটিয়া যুবদল নেতা মঈনুল হোসেন মানিক ও ওয়ার্ড় যুবদলের সভাপতি বাহাদুর আলমের নেতৃত্বে দু’শতাধিক বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেয়।
তাদের উদ্দেশ্যে জাফর আলম বলেন, ‘আওয়ামী লীগে যোগ দিলে হবে না। নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে মাঠে কাজ করতে হবে। এ সময় এসব নেতাকর্মীরা হাত তুলে নৌকার পক্ষে কাজ করার শপথ নেন। সমাবেশে জেলা আওয়ামী লীগ, পেকুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
0 facebook: