![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ
নির্বাচনে প্রার্থীর নির্বাচনী পোস্টারে দলীয় প্রধান হিসেবে বেগম খালেদা জিয়া ও
তারেক রহমানের ছবি ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আপত্তি জানিয়েছেন আওয়ামী লীগ।
আগারগাঁওস্থ নির্বাচন
ভবনে গতকাল শুক্রবার ইসির সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে রাত ৮টার দিকে আওয়ামী লীগের
জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম বলেন, নির্বাচনী
পোস্টার সস্পর্কে বলা হয়েছে,
সাইজ হবে ১৮/২০,
সাদা-কালো। সেখানে
কার ছবি থাকবে? দলের
যিনি বর্তমান সভাপতি তার। আমাদের
দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনা। তার
ছবি এবং প্রার্থীর ছবি ব্যবহার করা হচ্ছে। বঙ্গবন্ধুর
ছবিও ব্যবহার করছেন না।
তিনি বলেন, বিএনপির
পোস্টারে খালেদা জিয়া ও তারেক রহমান দুইজনের ছবিই ব্যবহার করছে। এটিতো আইনের সুস্পষ্ট লঙ্ঘন। কারণ ওখানে বলাই হয়েছে দলের বর্তমান
সভাপতি। এইচটি ইমাম বলেন, বর্তমান
সভাপতিকে? খালেদা
জিয়া তো নন। বর্তমান
সভাপতি তাদের মতে তারেক রহমান। তারেক
রহমানই যদি হন, তিনি
তো দণ্ডিত আসামি। একজন
দণ্ডিত আসামির ছবি কীভাবে ব্যবহার করে? আইনের ভাষায় তিনি পলাতক আসামি। একজন পলাতক আসামির ছবি পোস্টারে ছাপানো
সম্ভব কি না এ বিষয়টি কমিশনের কাছে তুলে ধরেছি।
0 facebook: