![]() |
সিলেট প্রতিনিধিঃ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ১০ টা ৫৫ মিনিটে তিনি বিমানে সিলেট পৌঁছান। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে প্রধানমন্ত্রী এ সফর।
আজ (২২ ডিসেম্বর) সকালে সিলেটে গিয়ে হজরত শাহজালাল (রহমতুল্লাহি আলাইহি), হজরত শাহ পরাণ (রহমতুল্লাহি আলাইহি) ও হজরত গাজী বোরহান উদ্দিন (রহমতুল্লাহি আলাইহি) উনাদের মাজার জিয়ারত করছেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এরপর দুপুর আড়াইটায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেখ হাসিনা।
জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা এবং সিলেটের বিভিন্ন আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।
0 facebook: