পাক পররাষ্ট্রমন্ত্রী (বামে) ও কাতারি প্রধানমন্ত্রীর বৈঠক |
আন্তর্জাতিক ডেস্কঃ আজ (রোববার) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি একদিনের সফরে কাতার গেছেন। এ সফরে তিনি কাতারের সরকারি কর্মকর্তাদের সঙ্গে আফগান শান্তিপ্রক্রিয়া ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন।
এরইমধ্যে তিনি কাতারের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খালিফা এবং উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ আবদুর রহমান আলে-সানিসহ কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে সামগ্রিকভাবে আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। এছাড়া, পাকিস্তান ও কাতারের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়েও তারা আলোচনা করেন।
এর আগে শাহ মেহমুদ কোরেশি দোহায় পৌঁছালে তাকে বিমানবন্দরে স্বাগত জানান কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তারা। কাতার সফরের আগে গত সপ্তাহে পাক পররাষ্ট্রমন্ত্রী কাবুল, তেহরান, মস্কো ও বেইজিংয়ে অনেকটা ঝটিকা সফর করেছেন। সফর শেষে তিনি বলেছেন, তার দেশ আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র অনেক দূর বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে এবং গুরুত্বপূর্ণ মিত্রদেরকে আস্থায় নিচ্ছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: