তিনি বলেন, ‘জোয়ার দেখে উল্লসিত হয়ে আপনারা প্রতিপক্ষের ওপর কোনো প্রকার বাড়াবাড়ি বা প্রতিহিংসা দেখাবেন না।’
ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ি নেতা-কর্মীদের শান্ত থাকার আহবান জানিয়ে বলেন, ‘এ বিজয়ের আনন্দ নিজেরা ঘরোয়াভাবে উদযাপন করবেন। কেউ বাড়াবাড়ি করবেন না। আমি প্রতিহিংসা বা বিদ্বেষের রাজনীতিতে বিশ্বাস করি না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার রূপালী চত্বরে এলাকার জনগণের সাথে বিজয়ী শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামছুদ্দিন সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হানসহ দলীয় নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল, সেই জোয়ারের সোনালী ফসল শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটের বিপুল বিজয়। এ বিজয়ে উল্লসিত বা উচ্ছাসিত না হতে এবং নেতা-কর্মীদের কোন প্রকার বিজয় মিছিল বা আনন্দোৎসব না করার জন্যও তিনি আহবান জানান।
ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের বলেন, ‘আপনারা কারো সাথে খারাপ আচরণ করবেন না। বিদ্বেষ বা প্রতিহিংসার রাজনীতি করা যাবে না। অতীতের অনেক বেদনা থাকা সত্বেও আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না বলেই প্রতিপক্ষের প্রতি প্রতিহিংসা দেখানো যাবে না।’
মন্ত্রী বলেন, কোন-কোন এলাকায় নির্বাচনের দিন কিছু কিছু সমস্যা হয়েছে। কিন্তু এ এলাকায় কোন রকম সংঘর্ষ বা সহিংসতা হয়নি। ‘আমরা কাজ করতে গিয়ে ভুল-ত্রুটি হয়ে থাকতে পারে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভুল সংশোধন করে, নতুনভাবে যাত্রা শুরু করব। নতুন বছরে উন্নয়নের ধারা অব্যাহত রেখে, তরুণ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো।’
0 facebook: