02 January 2019

নতুন বছরকে ‘স্বাগত’ জানাতে কনকনে ঠাণ্ডায় ২০১৯ ডুব!

ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ কনকনে ঠাণ্ডার মধ্যে নতুন বছরকে স্বাগতজানাতে পানিতে ডুব দিয়ে হইচই ফেলে দিয়েছে ভারতের এক যুবকনতুন বছরের সঙ্গে মিল রেখে ২০১৯টি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন তিনিআর এই অভিনব ঘটনাটি ঘটেছে ভারতের বাঁকুড়ার শহরের বিষ্ণুপুরে

এমন কীর্তি ঘটানো যুবকের নাম সদানন্দ দত্ততিনি বিষ্ণুপুর শহরের বাহাদুর গঞ্জের বাসিন্দাশৈশব থেকেই সাঁতার সাঁতার কাটতে ভালবাসেন সদানন্দদক্ষ সাঁতারু হিসেবেও এলাকায় তার সুনাম রয়েছে

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় ১২টা ১০ মিনিটে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী প্রাচীন লালবাঁধের পানিতে ডুব দেওয়া শুরু করেন সদানন্দএক, দুই, তিন, চারএভাবে পর্যায়ক্রমে মাত্র ৪৮মিনিট ২০১৯টি ডুব দেন তিনি

জানা গেছে, সদানন্দের এই মুহূর্তে লক্ষ্য এভাবে ডুব দিয়েই গিনেস বুক অফ ওয়ার্ল্ডেনাম তোলাসেই লক্ষ্যেই এগিয়ে যেতে চান তিনি৷

সদানন্দের কথায়, বিষ্ণুপুরের প্রতিটি মানুষ আমাকে ভালোবাসেনএইভাবে তাঁর লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি তাঁর একান্ত চাওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও যেন এই বার্তা পৌঁছে দেওয়া হয়

সূত্রঃ কলকাতা টোয়েন্টিফোর


শেয়ার করুন

0 facebook: