03 January 2019

ধূমপান ছাড়লে মিলবে ৬ দিন ছুটি

প্রতিকি ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ ধূমপান ছাড়লে বছরে মিলবে অতিরিক্ত ৬ দিন ছুটিঅবিশ্বাস্য হলেও এটি সত্যিসম্প্রতি এই ঘোষণা দেয় জাপানি একটি সংস্থা

ওই সংস্থার নাম পিলাল ইঙ্কএটি একটি মার্কেটিং ফার্মসংস্থার কর্তৃপক্ষ জানিয়েছে, যারা ধূমপান ছাড়বেন তাদের বছরে অতিরিক্ত ছুটি দেওয়া হবেপ্রতি বছর ৬টি করে অতিরিক্ত ছুটি দেবে তারাচলতি বছরের সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে

সংস্থাটি জানায়, দেখা গেছে, কর্মীদের মধ্যে যারা ধূমপান করে তাদের অনেক সময় ব্যয় হয় এই কাজেফলে কাজের ব্যাঘাত হয়তাই অতিরিক্ত ছয় দিন ছুটি দেওয়া এর থেকে ভালোতবে শর্ত হচ্ছে- এই ছুটি তারাই পাবে যারা ধূমপান ছেড়ে দেবে

জাপানি সংস্থাটির সিদ্ধান্তের ফলও মিলতে শুরু করেছেওই সংস্থার ৩৫ শতাংশ কর্মী ধূমপায়ীইতোমধ্যে তাদের চারজন কর্মী ধূমপান ছেড়ে দিয়েছেনওই সংস্থার আশা, আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে

কোম্পানির মুখপাত্র হিরোতাকা মাতসুশিমা টেলিগ্রাফকে বলেন, আমাদের কর্মীদের মধ্যে অধূমপায়ী একজন কর্মী একটি বার্তা দিয়েছিলেন যে, ধূমপানের কারণে সময় নষ্ট হচ্ছে কর্মীদেরআমাদের সিইও এই মন্তব্য দেখেনপরে সিদ্ধান্ত হয়, যারা ধূমপান ছেড়ে দেবে তাদের অতিরিক্ত ছুটি দেওয়া হবে

ওই সংস্থার অফিস জাপানের টোকিওতেসেখানে একটি ভবনের ২৯ তলায় অফিসআর তাদের স্মোকিং জোন হচ্ছে বেসমেন্টেফলে ধূমপানের জন্য নিচে যেতে হয়এতে প্রতিদিনই অনেকটা করে সময় নষ্ট হয়তাই এই ঘোষণা করে কর্মীদের সময় নষ্টের প্রবণতা আটকাতে চাইছে তারা


শেয়ার করুন

0 facebook: