08 January 2019

আমি বিদায় নিচ্ছি না, জনগণের পাশে থাকবঃ শাজাহান খান

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ সদ্য বিদায়ী নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, আমি বিদায় নিচ্ছি না, রাজনীতি থেকে বিদায় নিলেই চিরবিদায়রাজনীতি যতক্ষণ করছি ততক্ষণ আমি মনে করি আজকে মন্ত্রী আছি কালকে থাকব নাজনগণের পাশে থাকব, তাদের জন্য কাজ করব

সোমবার দুপুরে সচিবালয়ে বিদায় অনুষ্ঠানে এসব কথা বলেন শাজাহান খাননৌ মন্ত্রণালায়ের দায়িত্বে যিনি আসছেন তিনি দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করে শাজাহান খান

শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী যে কাজটি করেছেন সেটি অত্যন্ত সঠিকনতুন নতুন অনেকে আজকে মন্ত্রিসভায় এসেছেনআমি তো সাতবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিজীবিত থাকা অব্দি হয়ত হবোওযারা নতুন আসছেন, তাদের উদ্দীপনা-শক্তি কাজে লাগাতে প্রধানমন্ত্রী নিয়ে এসেছেনতারা অত্যন্ত যোগ্য


শেয়ার করুন

0 facebook: