05 April 2019

হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন ওবায়দুল কাদের


স্বদেশবার্তা ডেস্কঃ দীর্ঘ একমাস চিকিৎসা নেয়ার আজ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। হাসপাতাল ছাড়লেও এখনই দেশে ফিরছেন না ওবায়দুল কাদের। ফলোআপ চিকিৎসার জন্য আরও কিছুদিন তাকে সিঙ্গাপুরে থাকতে হবে।

গত ২ মার্চ শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হলে, সেখানে তার হৃদপিণ্ডে তিনটি ব্লক ধরা পড়ে। পরে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে তার বাইপাস সার্জারি করা হয়। অপারেশনের পর ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠছেন ওবায়দুল কাদের।


শেয়ার করুন

0 facebook: