08 January 2019

সীতাকুণ্ডে মাদ্রাসা শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা


স্বদেশবার্তা ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ইমরান হোসেন (২৮) নামের এক মাদ্রাসা শিক্ষককে  হত্যা করা হয়েছেগতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাড়বকুণ্ড প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রেলওয়ে কলোনিতে এ ঘটনা ঘটে

ইমরান হোসেন সীতাকুণ্ড কামিল মাদ্রাসার ইংরেজি বিষয়ের প্রভাষক ছিলেনবাড়ি ফেনী সদরেতিনি বাড়বকুণ্ডে ভাড়া বাসায় থাকতেন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন বলেন, রাত আড়াইটার দিকে ইমরানকে হাসপাতালে আনা হয়পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন

ঘটনাস্থল পরিদর্শন করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন বলেন, স্থানীয় লোকজনের তথ্যমতে, ইমরান রেল কলোনির মাদককারবারি ও মাদকসেবীদের কাজে বাধা দিতেনগতকাল রাতে দুই-তিনজন দুর্বৃত্ত তাঁর ঘরের দরজা ধাক্কা দেয়দরজা খুলতেই তাঁকে ছুরিকাঘাত করা হয়

আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেলওয়ারকে মৃত ঘোষণা করেন

ওসি বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে আসেনলাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে


শেয়ার করুন

0 facebook: