08 January 2019

রাজধানীর ডেমরায় দুই বোনের মরদেহ উদ্ধার, বাড়ির মালিক পলাতক


স্বদেশবার্তা ডেস্কঃ রাজধানীর ডেমরার কোনাপাড়া থেকে ফারিয়া ও নুসরাত নামের দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশসোমবার রাতে শাহজালাল রোডের নাসিমা ভিলার সাততলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে এই দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়

ঘটনার পর থেকে অভিযুক্ত বাড়ির মালিক পলাতক রয়েছে, আটক করা হয়েছে গৃহকর্ত্রীসহ কয়েকজনকেগতকাল সোমবার সারাদিন নিখোঁজ থাকার পর রাতে তাদের লাশ উদ্ধার করা হয়

চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন জীবন যেখানে যেমনঅনুষ্ঠানের শ্যুটিংয়ের সময়, এলাকাবাসীর অনুরোধে অনুসন্ধানে গেলে নাসিমা ভিলার নিচতলা থেকে ফারিয়া আর নুসরাতের মরদেহ দেখতে পান চিত্রগ্রাহক রিয়াজ এবং কামরুল

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে শিশু দুটিকেসোমবার রাতেই ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ রাজধানীর মিটফোর্ড হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়সূত্রঃ চ্যানেল আই


শেয়ার করুন

0 facebook: