10 January 2019

সৌদিতে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৬


আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের মধ্যাঞ্চলীয় রাজ্য আল কাতিফের আল কুওয়াইকেব জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়েছেনঅভিযানে নিরাপত্তা বাহিনীর তিন সদস্যও এতে আহত হয়েছেনমঙ্গলবার রাতে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে

সৌদি রাজতন্ত্রের স্টেট সিকিউরিটি প্রেসিডেন্সির সরকারি মুখপাত্র বুধবার এ তথ্য জানিয়েছেনগোয়েন্দা তথ্যের ভিত্তিতে সৌদির মধ্যাঞ্চলীয় রাজ্য আল কাতিফের আল কুওয়াইকেব জেলায় গোপন অভিযান চালায় নিরাপত্তা বাহিনীওই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পলাতক ওই ছয় সন্ত্রাসী গোপনে আস্তানা করে ছিল বলে বিবৃতির মাধ্যমে জানা যায়

তবে নিরাপত্তা বাহিনী দাবি করছে, তাদের ওই অভিযানে বেসামরিক কোনো নাগরিক হতাহত হয়নিগোপন আশ্রয়ে থাকা ওই তিন ব্যক্তিতে চারদিক থেকে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীএরপর তাদেরকে আত্মসমর্পণ করতে বলা হলে তারা পালানোর চেষ্টা করে নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়পরে বন্দুকযুদ্ধে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন


শেয়ার করুন

0 facebook: