10 January 2019

যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকে ২০ মরদেহ উদ্ধার মেক্সিকান কর্তৃপক্ষের


আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় তামাউলিপাস রাজ্য থেকে ২০টি মরদেহ উদ্ধার করেছে মেক্সিকান কর্তৃপক্ষমরদেহগুলোর মধ্যে ১৭টি অগ্নিদগ্ধ

বুধবার রাজ্যটির মিগুয়েল আলেমান শহরের কাছাকাছি একটি জায়গায় মরদেহগুলো খুঁজে পাওয়া যায় বলে দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স

এই কর্মকর্তা একটি বিবৃতিতে জানান, মরদেহগুলোর কাছেই আগুনে পোড়া পাঁচটি গাড়ি খুঁজে পাওয়া যায়তবে এই সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি

মাদকপাচার, চাঁদাবাজি ও অভিবাসী শোষণের কারণে তামাউলিপাস মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্যগুলোর একটিতে পরিণত হয়েছে

এর আগে অঞ্চলটিতে সেনাবাহিনী প্রায় গত এক দশক ধরে মাদকবিরোধী অভিযান চালায়ফলশ্রুতিতে, সাম্প্রতিক বছরগুলোতে এখানকার সমাধিতে কয়েকশমরদেহ


শেয়ার করুন

0 facebook: