11 January 2019

ব্যস্ত সড়কের পর্দায় পর্নোগ্রাফি প্রদর্শন!

ছবিঃ ইন্টারনেট
আন্তর্জাতিক ডেস্কঃ ব্যস্ত সড়কে বিজ্ঞাপনের বিশাল ডিজিটাল পর্দাতাতে চালানো হচ্ছে পর্ণ মুভিঅফিসের কম্পিউটারে পর্ন দেখার অভ্যাস থাকলে সতর্ক হনআপনার ক্ষণিকের আনন্দ বড় সমস্যায় ফেলতে পারে গোটা শহরকেইসম্প্রতি চীনে এক কর্মচারীর ভুলে প্রকাশ্যে রাস্তায় ৯০ মিনিট ধরে চলল নানা ধরনের নীলছবিব্যস্ত রাস্তায় একটি বড় বিজ্ঞাপনের ডিজিটাল পর্দায় দেখা গিয়েছে একের পর এক পর্নসাংহাইস্টের মতে, এমন ঘটনায় স্বাভাবিকভাবেই পথচারীরা বিস্মিত হয়ে পড়েন

চীনের লিয়াং জিয়াংসু শহরের রাস্তায় বসানো জায়ান্ট স্ক্রিনে পর্নোগ্রাফিক সিনেমা চালিয়ে ফেলার ভুলটি ছিল এক কর্মচারীরতিনি কাজ করতে করতে ভেবেছিলেন সময় কাটাতে একটু পর্ন দেখবেনসবই ঠিক ছিল, কিন্তু পর্ন দেখার তাড়না হোক বা উত্তেজনায় তিনি ভুলেই গিয়েছিলেন তাঁর কম্পিউটারের সঙ্গে রাস্তার ওই জায়েন্ট স্ক্রিনেরও সংযোগ রয়েছেওই কর্মচারী ভেবেছিলেন রাত হয়ে গিয়েছে বলে হয়তো বন্ধ হয়ে গেছে স্ক্রিনটিকিন্তু আসলে বন্ধ হয়নি তা তিনি জানতেন নাএর ফলে দেড় ঘন্টা ধরে ওই বড় পর্দায় চলতে থাকে তাঁর কম্পিউটারে চালানো পর্ন

স্থানীয় প্রতিবেদনের মতে, অনেক যাত্রীই এই অদ্ভুত জিনিস দেখে রাস্তায় দাঁড়িয়ে ওই বড় পর্দায় পর্নের ছবি তুলতে থাকেনকেউ কেউ সুযোগ বুঝে নিজের মোবাইলে সযত্নে ভিডিও করে রাখেন ওই নীলছবির পুরো অংশচীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে এখন ভাইরাল এই ভিডিও ও ছবিগুলি

অবশ্য পরে এ বিষয়টি নজরে আসে ওই কর্মীচারীর এক সহকর্মীরপরিস্থিতি বুঝতে পেরে তৎক্ষণাৎ তিনি ফোন করেন তাঁর বন্ধুকেগোটা বিষয়টি বলার পরে নিজের এই মারাত্মক ভুল বুঝতে পেরে প্রায় দেড় ঘন্টা পরে ওই পর্ন বন্ধ করে দেন তিনি

জানা গেছে, এ ঘটনার তদন্ত চলছে
এর আগে গত বছর ভারতেও অনুরূপ একটি ঘটনায় দিল্লির ব্যস্ততম একটি মেট্রো স্টেশনে বড় পর্দায় পর্নোগ্রাফি চলতে দেখা গিয়েছিলসূত্রঃ এনডিটিভি


শেয়ার করুন

0 facebook: