15 January 2019

বাণিজ্য মেলায় 'অভিযোগ বক্সে' দানের টাকা!


নিজস্ব প্রতিনিধিঃ চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাএই মেলাকে কেন্দ্র করে দেশের বৃহৎ শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো তৎপর হয়ে ওঠেপণ্য প্রদর্শন একই সাথে বিপণনের জন্য এরচেয়ে উৎকৃষ্ট সময় বুঝি আর হয়নাতাই বাণিজ্যমেলা হয়ে ওঠে ক্রেতা-বিক্রেতার সম্মিলন কেন্দ্রএতে দেশীয় প্রতিষ্ঠানগুলোর পাশপাশি যোগ দেয় বিদেশী প্রতিষ্ঠান

বাণিজ্যমেলাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে ওঠেবিশেষ করে ক্রেতা ও দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি প্রধান হয়ে ওঠেএছাড়াও কর্তৃপক্ষও তৎপর থাকে এই সময়টায়বরাবরই ক্রেতাদের নানা অভিযোগ পাওয়া যায় বাণিজ্যমেলাকে কেন্দ্র করেএ বিষয়ে নানা সময়ে নানা সংবাদও এসেছে গণমাধ্যমে

এবার ক্রেতা সাধারণের অভিযোগ জানানোর জন্য একটি অভিযোগ বাক্স রাখা হয়েছে বাণিজ্যমেলায়যেখানে তাঁদের যেকোনো অভিযোগ লিখে জানাতে পারবেনকোনো অসঙ্গতি ধরা পড়লেই যেন কর্তৃপক্ষকে জানানো হয়কিন্তু অভিযোগের বদলে সেই বাক্সে বেশকিছু খুচরো নোট দেখা গেলএমনই কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছেকিন্তু কেন এমন ঘটনা?

বাণিজ্যমেলা থেকে ঘুরে আসা একজন প্রত্যক্ষদর্শী সালমানতিনি জানালেন, 'আমি নিজেও দেখে হতবাক হয়েছি যে অভিযোগের বাক্সে টাকা কেন? পরে বুঝতে পারলাম আসলে তারা এটাকে দানবাক্স মনে করেছেনএটা বোঝার ভুল হয়তো'

সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি ছবিটি পোস্ট করে লিখেছেন, 'আসলে আমরা বাঙালি জাতি অনেক দানপ্রিয় জাতিদান করাটা একটা অভ্যাসতাই দানবক্সে দান করার অভ্যাস অনুযায়ী বাক্স দেখলেই দান করে ফেলি'

তার কথাকে অনেকেই সমর্থন দিয়েছেনঅনেকেই বলছেন, 'আসলেই আমরা বাক্স দেখলেই দান করতে আগ্রহী হয়ে উঠিবাঙালি বাক্স পেলেই দান করে


শেয়ার করুন

0 facebook: