15 January 2019

আন্দোলনের জেরে পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই


নিজস্ব প্রতিনিধিঃ টানা আটদিন পোশাক শ্রমিকদের আন্দোলনের পর সাভার ও আশুলিয়ার কারখানাগুলোতে কাজে ফিরেছেন শ্রমিকেরাতবে কয়েকটি কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ ওঠেছে

মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে এমনই অভিযোগ করেছেন শ্রমিকেরা

সরজমিনে দেখা যায়, আশুলিয়ার কাঠগড়াসহ এর আশপাশের এলাকার কয়েকটি কারখানার মূল ফটকে শ্রমিকদের ছবিসহ ছাঁটাইয়ের তালিকা টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ

ছাঁটাইয়ের শিকার শ্রমিকেরা অভিযোগ করেন, সরকার ঘোষিত স্কেলে বেতনভাতা দেওয়ার দাবিতে আন্দোলন করার কারণেই বিনা নোটিশে ছাঁটাই করে দিয়েছেন কারখানা মালিকরাছাঁটাইয়ের তালিকা অনুযায়ী, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়ার লিমিটেড ও লিলি ফ্যাশনসহ প্রায় আটটি পোশাক কারখানার অন্তত তিন শতাধিক শ্রমিক ছাঁটাই করা হয়েছেতবে শ্রমিক সংগঠনগুলো থেকে জানা যায় এ পর্যন্ত আট শতাধিকের উপরে শ্রমিক ছাঁটাই করা হয়েছে

কারখানার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন শ্রমিক সঙ্গে কথা বলতেই তারা মালিক পক্ষের দিকে অভিযোগ তুলে বলেন, ‘সন্দেহের উপর আমাদের অনেকেই ছাঁটাই করা হয়েছেমালিক পক্ষ আমাদের উপর অভিযোগ এনেছেন, আমরা নাকি কারখানা ভাঙচুর করেছিকিন্তু আমরা অনেকেই আছি আন্দোলন চলার সময় শ্রমিক কম থাকায় দুই লাইনের কাজ একজনে করেছিআর মালিক পক্ষ আমাদেরই ছাঁটাই করে দিলো?’

শ্রমিকরা আরও বলেন, ‘আমাদের কয়েকজনের নামে মামলা হয়েছে আবার কয়েকজনকে আটকও করা হয়েছেআমরা এখন বাসায় যেতে পারছি নাপুলিশ আমাদের খুঁজে বেড়াচ্ছে

এ ব্যাপারে এ আর জিন্স প্রডিউসার লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে সাক্ষাৎ পাওয়া যায়নিকারখানাটির সিকিউরিটি ইনচার্জ কামাল হোসেন বলেন— ‘স্যারেরা এখন মিটিংয়ে আছেন, এখন কথা বলতে পারবে না

এদিকে এফ এন এফ ট্রেড ফ্যাশন, বার্ডস আরএনআর ফ্যাশন লিমিটেডসহ বেশ কয়াকটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ


শেয়ার করুন

0 facebook: