![]() |
প্রতিকি ছবি |
আন্তর্জাতিক ডেস্কঃ এনআরএস হাসপাতালে কুকুর কান্ডে নয়া মোড়৷ গ্রেফতার দুই নার্সিং পড়ুয়া৷ ধৃতরা হল মৌটুসি মন্ডল ও সোমা বর্মন৷ গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ৷ সূত্রঃ আনন্দ বাজার
রবিবার এনআরএস হাসপাতালের ভিতর থেকে উদ্ধার হয় ১৬টি কুকুর শাবকের মৃত দেহ৷ ঘটনা প্রকাশ্যে আসার পর উত্তাল হয়ে ওঠে কলকাতা৷ গ্রেফতারের দাবিতে এন্টালি থানার সামনে দফায় দফায় বিক্ষোভ শুরু করেন পশুপ্রেমীরা৷ সোমবার রাতে পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নিলেও মঙ্গলবার সকাল থেকে ফের থানার সামনে বিক্ষোভ শুরু করে তারা৷ এরপরই মহিলা পুলিশসহ এন্টালি থানার পুলিশের একটি টিম হাসপাতালের হোস্টেলে যায়৷ সেখানে দুই নার্সিং পড়ুয়াকে ফের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ৷ জেরায় অসঙ্গতি মেলায় তাদেরকে থানায় নিয়ে আসা হয়৷
পুলিশ সূত্রে খবর,এনআরএস হাসপাতালের দুই নার্সিং পড়ুয়াকে থানায় এনে টানা জেরা করা হয়৷ জেরার মুখে এক সময় ওই ছাত্রীরা ভেঙ্গে পড়ে এবং স্বীকার করে যে, কুকুর কান্ডে তারা জড়িত৷ এরপরই মৌটুসি মন্ডল ও সোমা বর্মনকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ৷ এদের কে পুলিশ আরও জিজ্ঞাসাবাদ করে জানার চেস্টা করবে কুকুর হত্যার পিছনে আর কে কে জড়িত আছে৷
ময়না তদন্তের রিপোর্টে বলা হয়েছে কুকুর শাবকদের পিটিয়ে হত্যা করা হয়েছে৷ এরপরই পুলিশ প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমেল অ্যাক্টে মামলা রুজু করে তদন্ত শুরু করে৷ এছাড়া পশু হত্যা ও প্রমাণ লোপাটের জন্য ৪২৯ ও ২০১ ধারা যুক্ত করা হয়েছে৷ অন্যদিকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজের কর্তৃপক্ষ হাসপাতালের ডেপুটি সুপার দ্বৈপায়ন বিশ্বাসের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত করছে৷ এবার দেখার বিষয় তাদের তদন্তে কী উঠে আসে৷
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: