17 January 2019

প্রাথমিকেই ‘যৌনাঙ্গের আব্রু’ রক্ষার পাঠ!

ছবিঃ সংগৃহিত
আন্তর্জাতিক ডেস্কঃ মেয়েরা শরীর ভালোভাবে ঢেকেই কেবলমাত্র যৌন নির্যাতন প্রতিরোধ করতে পারেপ্রাপ্তবয়স্কদের নয়, এ পাঠ দেওয়া হচ্ছে স্কুলপড়ুয়া শিশুদেরমালয়েশিয়ার প্রাথমিক স্কুলের একটি বইয়ে প্রকাশিত ছবিগুলো এরইমধ্যেই ছড়িয়ে পড়েছেসেখানে ৯ বছরের একটি মেয়েকে শেখানো হচ্ছে কীভাবে একজন নিজের আব্রুরক্ষা করবে

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বইয়ের ওই অধ্যায়ে আমিরা নামে একটি কাল্পনিক মেয়ের ছবির একটি সিরিজ দেখানো হয়েছেযেখানে তার বাবা-মা তাকে সঠিক পোশাকপরে যৌনাঙ্গের আব্রুরক্ষা করার পরামর্শ দিচ্ছেনজামাকাপড় পরিবর্তন করার সময় নিজের ঘরের দরজা বন্ধ রাখা এবং একা একা ফাঁকা জায়গায় সময় কাটাতে বারণ করা হচ্ছেনিজের যৌন আব্রু রক্ষায় ব্যর্থ হলে আমিরা যে তার পরিবারকে লজ্জিত করবে, তার বন্ধুরা তাকে খারাপ বলবে এবং মানসিক সমস্যার মুখোমুখি হতে হবে এসবই উল্লেখ করা হয়েছে ওই বইয়ে

সমাজকর্মীরা বলছেন, এই বইটি কম বয়স থেকেই শিশুদের শিক্ষা দিচ্ছে যে যৌন আক্রমণের শিকার নারীরা কেবল নিজের শরীরের কারণেই হেনস্থার সম্মুখীন হচ্ছে। নারীদের অধিকার বিষয়ক সংস্থা উইম্যানস এইড অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট মীরা সামন্থর বলেন, ‘আমরা হতাশশিক্ষাগত ওই সামগ্রী ৯ বছর বয়সী মেয়েদের যৌনপণ্য করে তুলছে, তাদের শরীর সম্পর্কে লজ্জিত হতে শেখাচ্ছে, এবং অপরাধীদের বদলে মেয়েদেরই যৌন নির্যাতন নিয়ে দায়ী করে তুলছে’ এ ঘটনায় তুমুল বিতর্কের জেরে বইটি পরিবর্তন আনতে চলেছে মালয়েশিয়ান সরকারদেশটির শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বইয়ের বিতর্কিত অধ্যায়টি স্টিকার ব্যবহার করে ঢেকে দেওয়া হবেমুসলিম অধ্যুষিত মালয়েশিয়ায় এই প্রথম লিঙ্গ বা যৌনতা সম্পর্কিত সমস্যাগুলো নিয়ে কুরুচিকর দৃষ্টিভঙ্গি নেওয়া হয়েছে তা নয়

২০১৭ সালে সমকামিতাকে কীভাবে প্রতিরোধ করা যায় তা ব্যাখ্যা করার সেরা ভিডিওগুলোকে নগদ পুরস্কার প্রদানের ঘোষণা করে সমালোচিত হয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়প্রতিযোগিতাটি পরে অবশ্য সংশোধন করা হয়েছিল


শেয়ার করুন

0 facebook: