17 January 2019

হেলপারের ধাক্কা, বাস চাপায় স্কুলছাত্র নিহত


স্বদেশবার্তা ডেস্কঃ গাজীপুরের চন্দ্রাতে বাস চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছেনিহত ওমর বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র

স্কুলের শিক্ষার্থী ও প্রধান শিক্ষক জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতে দুপুরে আজমেরী বাসে উঠতে গেলে হেলপার থাক্কা দিয়ে ফেলে দেয় ওমরকেএতে বাস চাপায় আহত হয় ওমরপরে সহপাঠীরা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়

নিহত ওমরের বাবা শিমুল হোসেন স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেনতাদের বাড়ি যশোর জেলার চৌগাছায়

এসময় পুলিশ ঘাতক চালককে আটক করতে না পারলেও বাসটি আটক করে


শেয়ার করুন

0 facebook: