17 January 2019

২০১৯ এর ক্যালেন্ডার ঠিক ১৮৯৫ এর মতো!


স্বদেশবার্তা ডেস্কঃ ইতিহাসের পুনরাবৃত্তি এই ভাবেই হয়ে থাকে! আগের শতাব্দীর প্রাচীন ক্যালেন্ডারও হুবহু মিলে গেছে চলতি বছরের ক্যালেন্ডারের সঙ্গে

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে ১৮৯৫ সালের ক্যালেন্ডার২০১৯ সালের ক্যালেন্ডার ঠিক ১৮৯৫ সালের দিনক্ষণ মেনে চলছে, তা দেখা যাচ্ছে পোস্টে

জানা যায় যে, এটাই প্রথম  নয়গত ১২৩ বছরে ১৩ বার বার্ষিক ক্যালেন্ডার সমান হয়েছে এমন দেখা গিয়েছেএই চক্রাকার পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময়ের পরে বিগত কোনও বছরের ক্যালেন্ডারের পুনরাবৃত্তি হয়ে থাকে। তেমনই একটি বছর হল ২০১৯এটি অনুরূপ বছরও বলা হচ্ছেকোন পার্থক্যই নেই ১৮৯৫ সালের সঙ্গে ২০১৯ এর ক্যালেন্ডারের

উভয় ক্যালেন্ডারেই বছর শুরু হচ্ছে মঙ্গলবারে


শেয়ার করুন

0 facebook: