18 January 2019

২ কোটিরও বেশি পাসওয়ার্ড, সাড়ে ৭৭ কোটি ই-মেল ফাঁস!

প্রতিকি ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ পরেও করছি-করব করছেন? তা হলে সাবধান হোন তাড়াতাড়ি! এই মুহূর্তে আপনার পাসওয়ার্ড বদলে ফেলুন। সূত্রঃ আন্দবাজার। 

আপনার ই-মেল অ্যাড্রেস আর খুব গোপন পাসওয়ার্ড হয়তো ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে বহু কোটি হ্যাকার, স্প্যামারের কাছেবিশ্বের যে কোনও প্রান্তেআপনার অজান্তেহয়তো আলোর চেয়েও বেশি গতিবেগে!

হালের একটি রিপোর্ট জানাচ্ছে, অন্তত ২ কোটি ১০ লক্ষ পাসওয়ার্ড আর ৭৭ কোটি ২৯ লক্ষ ৪ হাজার ৯৯১টি ই-মেল অ্যাড্রেস ফাঁস হয়ে গিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের বহু ডেটাবেস থেকেতার ফলে, কম করে ২৭০ কোটি গোপনীয় রেকর্ড ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে হ্যাকার, স্প্যামারদের হাতে হাতেডেটাবেসগুলি ওই সব ই-মেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড আবর্জনার মতো ফেলে দিয়েছিল তথ্যপ্রযুক্তির একটি ডাম্পিং গ্রাউন্ডেযার নাম- কালেকশন 

ওয়ানযদি তা সত্যি-সত্যিই হয়ে থাকে, তা হলে ফেসবুক-কাণ্ডের চেয়েও বড় এই তথ্য-ফাঁস কেলেঙ্কারি, বলছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা

এই ঘটনাটি প্রথম নজরে আসে তথ্য (ডেটা) সংক্রান্ত গবেষণায় ডুবে থাকা ট্রয় হান্টেরযিনি হ্যাভ আই বিন পন্‌ডনামে একটি ওয়েবসাইট চালানএই ওয়েবসাইটে যে কোনও ই-মেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড পাঠানো হলে, তারা পরীক্ষানিরীক্ষা করে বলে দেয়, কোনও সময় কেউ সেই গোপন পাসওয়ার্ড জেনে ফেলে তা দিয়ে সেই ই-মেল অ্যাড্রেস খুলেছিল কি নাকত বার খুলেছিলকোথা কোথা থেকে হ্যাকার, স্প্যামাররা জেনে ফেলা গোপন পাসওয়ার্ড দিয়ে সেই ই-মেল অ্যাড্রেসে ঢুকেছিলকতটা তথ্যাদি তারা চুরি করেছিলসেই ট্রয় হান্টই তাঁর ব্লগে লিখেছেন, ‘‘২ কোটি ১০ লক্ষ পাসওয়ার্ড আর ৭৭ কোটি ২৯ লক্ষ ৪ হাজার ৯৯১টি ই-মেল অ্যাড্রেস ফাঁস হয়ে গিয়েছেতার ফলে, কম করে ২৭০ কোটি গোপনীয় রেকর্ড হ্যাকার, স্প্যামারদের হাতে পৌঁছে গিয়েছে’’ ‘কালেকশন #ওয়ান’-এর ডেটা স্টোরেজের ক্ষমতা ৮৭ জিবি বা গিগাবাইটতার মধ্যে রয়েছে ১২ হাজার বিভিন্ন ধরনের ফাইলসেই সব ডেটা ফাঁস হয়ে গিয়েছিল একটি ক্লাউড-বেসড শেয়ারিং ওয়েবসাইট মেগার কাছেহান্ট জানিয়েছেন, এই মেগাআদতে হ্যাকার, স্প্যামারদের একটি সংগঠিত ফোরাম


শেয়ার করুন

0 facebook: