19 January 2019

পেটের দায়ে ছেলে সেজে সেলুনে দুই বোন!

সংগৃহিত ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ বাবা গুরুতর অসুস্থ২০১৪ সালে তিনি অসুস্থ হওয়ার পর পরই সংসারের দায়িত্ব এসে পড়ে তাদের কাঁধেউপায় না দেখে সংসারের হাল ধরতে ছেলের সাজে সেলুনেই কাজ করেন তারাঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে

ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, সেলুনে কাজ করা ওই দুই বোনের একজন হলেন জ্যোতি কুমারী (১৮) ও আরেকজন নেহাতে (১৬)সম্প্রতি ভারত সরকার তাদের সম্মানিত করেছে

ওই দুই বোন জানান, মেয়েরূপে ছেলেদের দাড়ি বা চুল কামানোর সময় অনেকেই অস্বস্তি বোধ করতোএমনকি ভালো ব্যবহারও করতো নাএর পরই নিজেদের চেহারা পরিবর্তনের সিদ্ধান্ত নেন তারা

পরে ছেলেদের মতো ছোট করে চুল কেটে, হাতে রূপোর বালা পরে নিজেদের নাম রেখেছেন দীপক ও রাজুতবে গ্রামের অনেকেই তাদের আসল পরিচয় জানেনসেলুনে তারা প্রতিদিন গড়ে ৪০০ টাকার মতো রোজগার করেন বলেও জানান জ্যোতি ও নেহাতে। 

কাজে নেমে বহু সমালোচনার মুখোমুখি হতে হয়েছে দুই বোনকেযদিও সে সবে কান না দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন তারাএকই সঙ্গে দুই বোন পড়াশোনাও চালিয়ে যাচ্ছেনজ্যোতি গ্র্যাজুয়েটনেহাও স্কুলে পড়ে


শেয়ার করুন

0 facebook: