ছবিঃ সংগৃহিত |
আন্তর্জাতিক ডেস্কঃ আলোর ঝলকানিতে ভাসছে পুরো আঙিনা। মঞ্চে নানা বাদ্যযন্ত্র বাজিয়ে একের পর এক সংগীত পরিবেশন করে চলেছেন শিল্পীরা। বাজনার তালে তালে সুরের মূর্ছনায় মগ্ন হাজার হাজার শ্রোতা।
মাত্র দুই বছর আগেও এমন দৃশ্য কল্পনাও করা যায়নি রক্ষণশীল রাজতান্ত্রিক দেশ সৌদি আরবে। এখন হরহামেশাই চোখে পড়ে। তেমনি একটি সংগীত উৎসব শুরু হয়েছে চলতি মাসের শুরুর দিকে।
উত্তর-পশ্চিমাঞ্চলের মরুভূমির মধ্যে অবস্থিত প্রায় দুই হাজার বছরের পুরনো ধ্বংসাবশেষ কেন্দ্র করে। ‘উইন্টার অ্যাট তানতোরা’ নামে উৎসবটি চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসবে অংশগ্রহণ করছেন লেবানিজ গায়িকা মাজিদা এল রুমি থেকে শুরু করে ফরাসি ধ্রুপদী পিয়ানোবাদক রেনোদ কাপুকন পর্যন্ত নানা দেশের নানা শিল্পী।
তেলের ওপর নির্ভরতা কমিয়ে পর্যটন খাত উন্নত করা ও পর্যটক আকর্ষণের জন্যই বিশাল এ উৎসবের আয়োজন করা হয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: