আন্তর্জাতিক ডেস্কঃ সবে বাথরুমে ঢুকেছিলেন। ভেবেছিলেন, নিশ্চিন্তে শৌচকর্ম সেরে বেরিয়ে আসবেন। কিন্তু তা আর হল না। কমোডের ঢাকনা তুলেই আঁতকে উঠলেন এক ব্যক্তি। ছিটকে বাইরে বেরিয়ে এলেন তিনি। এসে যা শোনালেন, তাতে আঁতকে উঠলেন পরিবারের সকলে। উঁকি দিয়ে দেখলেন, সত্যিই বটে। কমোডের মধ্যে দিব্যি গুটিসুটি মেরে পড়ে রয়েছে আস্ত একটা অজগর সাপ।
অস্ট্রেলিয়ার ব্রিসবেনের পশ্চিম উইনামের ঘটনা। সম্প্রতি সেখানকার একটি বাড়িতেই এই ঘটনা ঘটেছে। শুক্রবার বিষয়টি সামনে এনেছে ব্রিসবেন বন দফতরের সরীসৃপ বিভাগ। নিজেদের ফেসবুক পেজে কমোডের মধ্যে থাকা অবস্থায় অজগর সাপটির ছবি পোস্ট করেছে তারা। মুহূর্তের মধ্যে যা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ ওই ছবি শেয়ার করেছেন। আবার আতঙ্কও প্রকাশ করেছেন অনেকে। কেউ কেউ জানিয়েছেন, এ বার থেকে বাথরুমে যেতে সত্যি-ই ভয় করবে। কেউ কেউ আবার কমোডের ঢাকনা খোলা না রাখার পরামর্শ দিয়েছেন। সূত্রঃ আনন্দবাজার
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: