22 January 2019

বাথরুমে ঢুকেই আঁতকে উঠলেন! কমোডে অজগর


আন্তর্জাতিক ডেস্কঃ সবে বাথরুমে ঢুকেছিলেনভেবেছিলেন, নিশ্চিন্তে শৌচকর্ম সেরে বেরিয়ে আসবেনকিন্তু তা আর হল নাকমোডের ঢাকনা তুলেই আঁতকে উঠলেন এক ব্যক্তিছিটকে বাইরে বেরিয়ে এলেন তিনিএসে যা শোনালেন, তাতে আঁতকে উঠলেন পরিবারের সকলেউঁকি দিয়ে দেখলেন, সত্যিই বটেকমোডের মধ্যে দিব্যি গুটিসুটি মেরে পড়ে রয়েছে আস্ত একটা অজগর সাপ

অস্ট্রেলিয়ার ব্রিসবেনের পশ্চিম উইনামের ঘটনাসম্প্রতি সেখানকার একটি বাড়িতেই এই ঘটনা ঘটেছেশুক্রবার বিষয়টি সামনে এনেছে ব্রিসবেন বন দফতরের সরীসৃপ বিভাগনিজেদের ফেসবুক পেজে কমোডের মধ্যে থাকা অবস্থায় অজগর সাপটির ছবি পোস্ট করেছে তারামুহূর্তের মধ্যে যা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়বহু মানুষ ওই ছবি শেয়ার করেছেনআবার আতঙ্কও প্রকাশ করেছেন অনেকেকেউ কেউ জানিয়েছেন, এ বার থেকে বাথরুমে যেতে সত্যি-ই ভয় করবেকেউ কেউ আবার কমোডের ঢাকনা খোলা না রাখার পরামর্শ দিয়েছেন। সূত্রঃ আনন্দবাজার


শেয়ার করুন

0 facebook: