23 January 2019

বিএনপিকে পুনরুজ্জীবিত করতে তারেক রহমানের ২ বছর অব্যাহতি নেয়া উচিতঃ ডা. জাফরুল্লাহ


স্বদেশবার্তা ডেস্কঃ বিএনপিকে পুনরুজ্জীবিত করতে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজনীতি থেকে ২ বছরের জন্য অব্যাহতি নেওয়া উচিত বলে মনে করেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসময় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটাই মত দেন

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিলেতে থেকে দৈনন্দিন নিদের্শনা দেওয়া, যদিও আজকে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছেতাহলেও কী হবে, এখন তো ফোন ইন্টারসেপ্ট হয়আমি তো মনে করি তারেক রহমানের ২ বছরের জন্য অব্যাহতি নেয়া উচিতউনি ওখানে বসে একটা মাস্টার ডিগ্রি করুনপরে আসলে উনি দায়িত্ব নিতে পারবেন

নতুন নেতৃত্ব ছাড়া বিএনপিকে পুনরুজ্জীবিত করা যাবে না বলেও মন্তব্য করেন ডা. জাফরুল্লাহ চৌধুরীতার মতে, ''গণতান্ত্রিক প্রক্রিয়াতে পার্টির অভ্যন্তরে না থাকলে পার্টির জাগরণ হয় না''


শেয়ার করুন

0 facebook: