স্বদেশবার্তা ডেস্কঃ বড় ধরনের দুর্যোগ মোকাবেলা কার্যক্রম জোরদারে মানবিক সহযোগিতা বিষয়ে ঢাকায় তিন দিনব্যাপী একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৪ থেকে ২৬ জানুয়ারি হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘তিন দিনব্যাপী রিজিওনাল কনসাল্টেটিভ গ্রুপের (আরসিজি) চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন আগামী ২৪ থেকে ২৬ জানুয়ারি ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড রুমে অনুষ্ঠিত হবে। সম্মেলনে ২৬টি সদস্য রাষ্ট্রসহ ২৪টি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার ১২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ জানুয়ারি সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করবেন বলে সম্মতি দিয়েছেন।’
প্রতিমন্ত্রী বলেন, ‘তিন দিনব্যাপী এ সম্মেলনে উদ্বোধনী ও কারিগরি মিলিয়ে ১৮টি সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশনে দুর্যোগ ব্যবস্থাপনায় শিখন ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আঞ্চলিক সহায়তা উন্নয়নে ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে আলোচনা করা হবে।’
সম্মেলন চলাকালে প্রতিদিন বিকেল ৫টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রেস ব্রিফিং হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘এ সম্মেলন আয়োজনের মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় আমাদের সফলতা উপস্থাপন করাসহ আন্তর্জাতিক পর্যায়ে আবারও বাংলাদেশের নেতৃত্ব দেয়ার সক্ষমতা প্রমাণে ভূমিকা রাখা সম্ভব হবে।’
তিনি আরও বলেন, ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী সংস্থা ইউএনওসিএইচএ-এর উদ্যোগে সিভিল-মিলিটারি সমন্বয়ের মাধ্যমে বড় ধরনের দুর্যোগ মোকাবেলা কার্যক্রম জোরদারে ২০১৪ সালে মানবিক সহযোগিতার ক্ষেত্রে একক প্ল্যাটফর্ম হিসেবে রিজিওনাল কনসাল্টেটিভ গ্রুপ (আরসিজি) গঠন করা হয়।’
আরসিজি গঠনের অন্যতম উদ্দেশ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় আন্তঃদেশীয় সিভিল-মিলিটারি সমন্বয় জোরদারকরণ, সিভিল মিলিটারি জনবলের সমন্বয়ে কার্যকর অপারেশনাল প্ল্যান তৈরি ও এর অনুশীলন করা এবং দুর্যোগ সাড়াদান কার্যক্রম বাস্তবায়নে অভিজ্ঞতা শিক্ষণ ও তথ্য বিনিময়।’
তিনি আরও বলেন, ‘আরসিজির প্রথম সম্মেলন ২০১৫ সালে থাইল্যান্ডের ব্যাংককে, দ্বিতীয় সম্মেলন ২০১৬ সালের ফিলিপাইনে এবং তৃতীয় সম্মেলন ২০১৭ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়। সিঙ্গাপুর সম্মেলনে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবের নিকট আরসিজি ২০১৮ এর চেয়ারম্যানশিপ হস্তান্তর করা হয়।’
আরসিজি-২০১৮ সালের ভিশন কর্মপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে যে সব কার্যক্রম পরিচালনা করছে সেগুলো তুলে ধরে এনামুর রহমান বলেন, ‘আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে জরুরি সমন্বয় জোরদারকরণে ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ আয়োজন, বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে অনুসন্ধান এবং উদ্ধার কার্যক্রমসহ মানবিক কার্যক্রম পরিচালনা ও সমন্বয় সাধন, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের বাংলাদেশে প্রবেশের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সিভিল-মিলিটারি সমন্বয় জোরদার এবং ভূমিকম্পের মতো বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় দক্ষতা বৃদ্ধিতে সিমুলেশন আয়োজন করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামালসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: