অজয় কুমার সরকার |
স্টাফ রিপোর্ট।। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অজয় কুমার সরকার নামে এক ব্যক্তি চাকরি থেকে অবসর নেওয়ার পরও নিয়মিত উপজেলা প্রকৌশলীর চেয়ারে বসে অফিস করছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, উপজেলা প্রকৌশলীর দায়িত্ব পালনের পাশাপাশি তার বিরুদ্ধে উপজেলা পরিষদ ভবনের সংস্কার কাজের ঠিকাদারি করারও অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার গত ১৪ জুলাই চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তারস্থলে পাটগ্রাম উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মোহাম্মদ শামসুজ্জামানকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। কিন্তু গত মঙ্গলবার বিকেলে হাতীবান্ধা উপজেলা প্রকৌশলীর অফিসে গিয়ে দেখা যায়, চাকরি থেকে অবসর নেওয়ার পরও প্রকৌশলীর চেয়ারে বসে আগের মতোই নিয়মিত অফিস করছেন অজয় কুমার সরকার।
এদিকে, হাতীবান্ধা উপজেলা পরিষদের ভবনগুলো সংস্কারের জন্য ১৫ লাখ টাকা বরাদ্দ দেয় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)। ওই কাজের জন্য কাগজে কলমে মানোয়ার হোসেন ও খেরশেদ আলম নামে দুইজন ঠিকাদার থাকলেও মূলত ঠিকাদারি করছেন অজয় কুমার সরকার। তবে ওই দুই ঠিকাদারের দাবি, কাজ তারাই করছেন। প্রকৌশলী অজয় কুমার সরকার শুধু দেখভাল করছেন।
তবে নাম প্রকাশ না করার শর্তে উপজেলা ভবন সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, তাদেরকে কাজের নির্মাণ সামগ্রী সরবরাহ করেন অজয় কুমার সরকার। কয়েক দিন আগে তিনি রংপুর গিয়ে ভবনের জন্য টাইলস কিনে আনেন।
এ বিষয়ে সদ্য অবসরে যাওয়া হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার বলেন, ‘আমার অফিস ছিল, আমি তো আসবই।’ তবে ঠিকাদারি করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি সেটিকে মিথ্যা বলে দাবি করেন।
পাটগ্রাম উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘আমি হাতীবান্ধা উপজেলা প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বে আছি। তিনি আমার চেয়ারে বসে অফিস করছেন তা আমার জানা নেই। এটা নির্বাহী প্রকৌশলী ভালো বলতে পারবেন।’
এ বিষয়ে লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ কে এম আমিরুজ্জামান বলেন, ‘প্রকৌশলী অজয় সরকার তো অবসরে গিয়েছেন। তিনি অফিস করবেন কি কারণে? তিনি অফিস করছেন ও পাশাপাশি ঠিকাদারিও করছেন তা আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
এখন দেখার বিষয় আদৌ কোন ব্যবস্থা নেওয়া হয় কি না অবসরে যাওয়া অজয় কুমার সরকার এর বিরুদ্ধে।
খবর বিভাগঃ
জেলা সংবাদ
হিন্দু সমাচার
0 facebook: