![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলে আকরিক খনির বাঁধ ধসে নিহতের সংখ্যা ৫৮ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন প্রায় ৩০০ জন। ব্রাজিলের ফায়ারফাইটার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
গতকাল রোববার উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
এদিকে ওই এলাকায় বি-৬ নামে পরিচিত আরেকটি বাঁধের পানিও বেড়ে আতঙ্ক তৈরি হয়েছে বলে আলজাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা ওই বাঁধটি পরিদর্শন করেছেন। পরে ব্রাজিলের সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ফ্লাভিও গডিনহো বলেন, এখন আর ভয়ের কিছু নেই। বাঁধ থেকে পানি নিষ্কাশন করা হচ্ছে।
গত শুক্রবার প্রদেশের ব্রুমাদিনহো শহরে ওই বাঁধ ধসের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত খনিটির স্বত্বাধিকারী ব্রাজিলের সর্ববৃহৎ খনি কোম্পানি ‘ভেল’। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে অনেকেই শ্রমিক। তারা সে সময় বাঁধ-সংশ্লিষ্ট ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার গ্রহণ করছিলেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: