![]() |
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায়
স্বামী মুসলিম উদ্দিনকে (৪০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী রিমা বেগমের
বিরুদ্ধে।
রোববার (২৭ জানুয়ারি) রাত
সাড়ে ১০টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামে এ ঘটনা ঘটে। দাম্পত্য জীবনে রিমা ও মুসলিমের চার
সন্তান ছিলো।
পুলিশ জানায়, রাতে
চিৎকার শুনে ঘুমিয়ে থাকা ওই দম্পতির সন্তানেরা উঠে দেখে মুসলিম রক্তাক্ত অবস্থায়
পড়ে রয়েছে। এসময়
শিশুগুলো চিৎকার করলে তাদের মা দৌড়ে ঘর থেকে বের হয়ে যান। পরে প্রতিবেশিদের সহযোগিতায় মুসলিমকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক
(এসআই) সানাউল্লাহ বলেন, এ ঘটনায় অভিযুক্ত
মুসলিমের স্ত্রী রিমা বেগম পলাতক রয়েছেন। তাকে
গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে।
খবর বিভাগঃ
অপরাধ
জেলা সংবাদ
0 facebook: