12 February 2019

ইরানের সহযোগিতা ছাড়া বিজয় সম্ভব ছিল নাঃ হিজবুল্লাহ

ছবিঃ ফাষ্টডুডে
আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, লেবানন ও প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানের পৃষ্ঠপোষকতা না থাকলে এ পর্যন্ত অর্জিত বিজয়গুলো সম্ভব ছিল না। লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন তিনি।

তিনি প্রতিরোধ আন্দোলনের বিজয়ের উদাহরণ হিসেবে ১৯৯৯ সালে দক্ষিণ লেবানন থেকে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের পশ্চাদপসরণ, ২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর বিজয় এবং সিরিয়ায় উগ্র তাকফিরি জঙ্গিদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর বিজয়ের কথা স্মরণ ধরেন।

সাইয়্যেদ নাসরুল্লাহ সোমবার বৈরুতে অনুষ্ঠিত এ সাক্ষাতে আশা প্রকাশ করে বলেন, সব ধরনের আন্তর্জাতিক চাপ ও ষড়যন্ত্র সত্ত্বেও ইরানের এ সমর্থন অব্যাহত থাকবে।
ইহুদিবাদী ইসরাইল ও উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর মোকাবিলায় লেবানন, ফিলিস্তিন ও ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলোকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা দেয়ায় সাইয়্যেদ নাসরুল্লাহ ইরানের সর্বোচ্চ নেতা, সরকার ও জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, তার দেশ লেবাননের সরকার, জনগণ ও প্রতিরোধ আন্দোলনের পাশে ছিল এবং থাকবে। তিনি লেবাননকে সব ধরনের সহযোগিতা দিতে ইরানের প্রস্তুতির কথা ঘোষণা করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ লেবাননে দু’দিনের সফর শেষে সোমবার তেহরানের উদ্দেশ্যে বৈরুত ত্যাগ করেছেন। তিনি সোমবার বৈরুতে ইসলামি বিপ্লবের ৪০তম বিজয় বার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ ছাড়া, তিনি এ সফরে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন, পার্লামেন্ট স্পিকার নবি বেরি এবং পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিলের সঙ্গে সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন।


শেয়ার করুন

0 facebook: