14 February 2019

নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন বিএনপির প্রার্থীরা

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণে অনিয়মের প্রতিকার চেয়ে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন বিএনপির প্রার্থীরা।

গত কয়েক দিনে প্রায় একডজন প্রার্থী মামলা করেছেন বলে জানা গেছে। এদের মধ্যে রয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সাইফুল ইসলাম ফিরোজ, টাঙ্গাইল-৭ এর আবুল কালাম আজাদ সিদ্দিকী, বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন, গাজীপুর-৪ আসনের শাহ রিয়াজুল হান্নান, মুন্সীগঞ্জ-৩ আসনের আব্দুল হাই ও ভোলা-২ আসনের হাফিজ ইব্রাহিম।

এ ছাড়া আরো কয়েকজন প্রার্থী মামলা করেছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার আরো কয়েকজন মামলা করবেন।

বিএনপির পক্ষ থেকে প্রতিটি জেলায় একজন করে প্রার্থী নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবে বলে দলীয় সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে দেশের সব জেলার একজন করে প্রতিনিধির সাথে কথা বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

যদিও এ মামলা করার বিষয়ে দলের কারো কারো ভিন্ন পর্যবেক্ষণ রয়েছে। দলের একজন ভাইস চেয়ারম্যান গত রাতে বলেছেন, আদালতের ভবন আছে, বিচার নেই। সেখানে মামলা করে কোনো লাভ হবে না।


শেয়ার করুন

0 facebook: