18 February 2019

চট্টগ্রামে বস্তিতে আগুনঃ একই পরিবারের ৪ জনসহ নিহত ৯


স্বদেশবার্তা ডেস্কঃ চট্টগ্রামের চাকতাই এলাকায় একটি বস্তিতে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের ৪ সদস্যসহ কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। গতকাল রাত সাড়ে তিনটার দিকে বেড়া মার্কেট বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে পুড়ে যায় অন্তত ২০০ বস্তি ঘর।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট থেকে ১২টি গাড়ি গিয়ে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ এনেছে। তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

রাতে আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এরা হলেন- একই পরিবারের রহিমা আক্তার (৩৬), তার মেয়ে নাজমা আক্তার (২৭), জাকির হোসেন বাবু (৮), নাসরিন (১৬) এবং আরেক পরিবারের হাসিনা আক্তার (৩৫), আয়েশা (৩৭), সোহাগ (১৯) ও অজ্ঞাতপরিচয় একজন। এছাড়া, রোববার সকাল পৌনে ১০টার দিকে উদ্ধার করা হয় ৭/৮ মাসের আরেকটি শিশুর লাশ।এদিকে আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। 

তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক মাশহুদুল কবীরকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিস কর্মকর্তা আলী আকবরকে সদস্য সচিব করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নিহতদের দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান জেলা প্রশাসক।


শেয়ার করুন

0 facebook: