জেলা প্রতিনিধিঃ রাজবাড়ী জেলা শহরের ভকেশনাল এলাকার একটি বাড়ি থেকে ১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাদেরকে জেলা শহরের সজ্জনকান্দা ৫নং ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন শহরের বিনোদপুর লোকোশেড এলাকার মৃত মোস্তফা সেখের ছেলে মুহম্মদ শাকিল সেখ (২৪) ও তার স্ত্রী মোছাঃ কাজলী আক্তার (২১)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের সজ্জনকান্দা টিএসসি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মুহম্মদ শাকিল সেখ ও তার স্ত্রী কাজলীকে আটক করা হয়।
এসময় তাদের বসত ঘরের খাটের নিচ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় যার বাজারমূল্য ৩ লক্ষাধিক টাকা। আটককৃতরা দীর্ঘ দিন ধরে মাদক ব্যাবসার সাথে জড়িত। উভয়ের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
খবর বিভাগঃ
অপরাধ
জেলা সংবাদ
0 facebook: