22 February 2019

সরকারের উদাসীনতায় ঘটছে দুর্ঘটনাঃ ফখরুল


স্বদেশবার্তা ডেস্কঃ সরকারের উদাসীনতায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। সকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়োমে নির্বাচনের অনিয়ম তুলে ধরতে আয়োজিত গণশুনানিতে এমন অভিযোগ করেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুনানির শুরুতেই চকবাজারের প্রাণহানির ঘটনায় এক মিনিটের নীরবতা পালন করা হয়। পরে শোক প্রস্তাব পাঠ করেন বিএনপি মহাসচিব। এরপর শুরু হয় শুনানি। ড. কামালসহ ৭ সদস্যের প্যানেলের সামনে জাতীয় নির্বাচনের নানা অনিয়ম তুলে ধরেন প্রার্থীরা।

ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন বলেন, জাতীয় নির্বাচনে কারচুপি ও অনিয়মের বিচারের ক্ষমতা সরকারের নেই বলেই তারা তা করছে না। তাই গণশুনানি করছে ঐক্যফ্রন্ট।


শেয়ার করুন

0 facebook: