22 February 2019

চকবাজারে আগুন দীর্ঘস্থায়ী হওয়ার কারণ কেমিক্যালঃ তদন্তদল


স্বদেশভার্তা ডেস্কঃ রাজধানীর চকবাজারে আগুন দীর্ঘস্থায়ী হওয়ার কারণ কেমিক্যালের উপস্থিতি। ঘটনাস্থল পরিদর্শনের পর এ কথা জানান, ফায়ার সার্ভিস ও ঢাকা দক্ষিণ সিটির তদন্ত দল। 

ওয়াহেদ ম্যানশনের ভেতরে গ্যাস লাইটার রিফুয়েলিংয়ের কাজ করা হতো। এছাড়া ভবনটি তৈরিতেও কোনো ধরনের নীতিমালা মানা হয়নি। যাতে হতাহতের ঘটনা বেড়েছে।

সকাল ৯টার দিকে এ পরিদর্শন শুরু করে তদন্ত দলদুটি। বুধবার রাতে ভয়াবহ আগুনে ৬৭ জন নিহত হন। এর মধ্যে ৪৫ জনের মরদেহ শনাক্তের পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ বাদ জুমা গায়েবানা জানাজা এবং ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে।


শেয়ার করুন

0 facebook: