23 February 2019

চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় জাতিসংঘ মহাসচিবের শোক


স্বদেশবার্তা ডেস্কঃ রাজধানীর ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস।

রাষ্ট্রপতি মুহম্মদ আব্দুল হামিদ বরাবর পাঠানো এক শোকবার্তায় জাতিসংঘ মহাসচিব বলেছেন, নির্মম সেই ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি রইলো সমবেদনা। সেইসঙ্গে ২০ জানুয়ারির সেই ঘটনায় যারা আহত রয়েছেন তাদের দ্রুত আরোগ্য করেছেন তিনি।

চিঠিতে তিনি অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার তৎপরতার প্রশংসা করেছেন। সেই সঙ্গে যেকোন ধরণের সহায়তা দেয়ারও আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব।


শেয়ার করুন

0 facebook: