24 February 2019

বাংলাদেশের উন্নয়নে তাকিয়ে থাকবে বিশ্বঃ প্রধানমন্ত্রী


স্বদেশবার্তা ডেস্কঃ কর্ণফুলি নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের খননকাজের উদ্বোধন করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজেরও উদ্বোধন করেন তিনি।

পরে সুধী সমাবেশে যোগ দিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের উন্নয়নে বিশ্ববাসী বিস্ময়ে তাকিয়ে থাকবে। চট্টগ্রামের মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণে সরকারের পরিকল্পনা রয়েছে বলেও জানান সরকারপ্রধান।

অবশেষে আনুষ্ঠানিকভাবে টানেলের যুগে প্রবেশ করলো বাংলাদেশ। চট্টগ্রামের কর্ণফুলী নদীর নীচ দিয়ে এ সুড়ঙ্গপথ হবে স্বপ্ন পূরণের পথে দেশের নতুন মাইলফলক। বঙ্গবন্ধুর নামে পরিকল্পিত এ টানেল নগরীর সাথে যুক্ত করবে আনোয়ারা ও কর্ণফুলী এলাকাকে।

৯ হাজার ৮৮০ কোটি টাকা খরচে প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এ টানেলের তৈরীর কাজ শেষ হবে ২০২২ সালে। রবিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে নগরীর পতেঙ্গা এলাকায় বঙ্গবন্ধু টানেলের খননকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  


শেয়ার করুন

0 facebook: