24 February 2019

তদন্ত প্রতিবেদন পেলে অগ্নিকাণ্ডের মূল কারণ জানা যাবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী


স্বদেশবার্তা ডেস্কঃ চকবাজারে আগুনের ঘটনায় তদন্ত প্রতিবেদন পেলে মূল কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে শাহবাগে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। 

তদন্ত কমিটিকে যে সময় দেয়া হয়েছিলো, সে সময়ের মধ্যেই প্রতিবেদন দেবে। রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় বুধবার রাতে ভয়াবহ আগুনে পুড়ে অঙ্গার হয় ৬৭ জন। বার্ন ইউনিটে ভর্তি অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

অগ্নিদগ্ধদের মধ্যে যে নয়জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।


শেয়ার করুন

0 facebook: