26 February 2019

চকবাজার ট্র্যাজেডিঃ চিকিৎসাধীন অগ্নিদগ্ধ দুইজনের মৃত্যু


স্বদেশবার্তা ডেস্কঃ চকবাজারে আগুনে দগ্ধ আরও দুইজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৯ জনে।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট কর্তৃপক্ষ জানায়,  সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মারা যান আনোয়ার হোসেন এবং ১টার দিকে সোহাগ নামে আরও একজনের মৃত্যু হয়।

মৃত আনোয়ার হোসেনের বাড়ি ফরিদপুর জেলায়। স্ত্রী ও তিন ছেলে-মেয়ে নিয়ে তিনি রাজধানীর কামরাঙ্গীরচর ছাপড়া মসজিদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার শরীরের ২৮ শতাংশ পুড়ে গিয়েছিল।

মৃত সোহাগের বাড়ি ময়মনসিংহে। তিনি চকবাজারের একটি পারফিউম গোডাউনে কাজ করতেন। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল।


শেয়ার করুন

0 facebook: