![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ রাজধানীর তেজগাঁওয়ে একটি হিমাগার থেকে ৮শ' মণ ভেজাল গোশত ও ১২শ' মণ খেজুর উদ্ধার করা হয়েছে। র্যাব ও প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ অভিযানে এসব উদ্ধার করা হয়েছে। এ অপরাধে দেশী সুপার এগ্রো লিমিটেড নামে প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয়েছে মালিকসহ ১৮ জনকে।
রাজধানীর নামিদামি নানা সুপার শপ আর হোটেলের জন্য গোশত নেয়া হয় তেজগাঁওয়ের দেশী সুপার এগ্রো লিমিটেডের এই হিমাগার থেকে। অস্বাস্থ্যকর পরিবেশের এই হিমাগারে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত ও প্রাণিসম্পদ অধিদপ্তর।
অভিযানে মেলে প্রায় ৮০০ মণ মেয়াদউত্তীর্ণ কাঁচা মাংস যার মধ্যে ৫০০ মণ দুম্বা ও ৩০০ মণ মহিষের মাংস। ৫ মাস আগে মেয়াদ পার হওয়া এসব গোশত আমদানি করা হয়েছে ইথুপিয়া ও ভারত থেকে। উদ্ধার করা হয় ১২শ মণ ভেজাল খেজুরও।
প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা জানান, অনুমোদন ছাড়াই এসব পণ্য আমদানি করা হয়। অপরাধের কথা স্বীকার করে প্রতিষ্ঠানটির মালিক জানান, ভেজাল এসব গোশত সরবরাহ করা হতো বিভিন্ন সুপার শপে। এ ঘটনায় মালিকসহ ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে।
খবর বিভাগঃ
অপরাধ
ঢাকা বিভাগ
বিভাগীয় সংবাদ
0 facebook: